Site icon The Daily Moon | Popular Bangla News |National | International | Education | Entertainment | Religion | Employment

গ্রেফতার আলেমদের দ্রুত মুক্তি দাবি ইসলামী আন্দোলনের

লোগো ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশে অব্যাহত শীর্ষ আলেমদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ‘রমজানে আলেমদের গ্রেফতার করে সরকার জুলুমের সব সীমা অতিক্রম করেছে। সরকারকে অবশ্যই এই জুলুম-নির্যাতন বন্ধ করে গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দিতে হবে।’

সোমবার ( ১৮ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইমতিয়াজ আলম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষ হত্যা করাটাই এখন যেন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে মারার হিসাব প্রশাসনকে একদিন দিতেই হবে।’

তিনি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, করোনা মহামারি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এতে জনগণ ফুঁসে উঠছে।

জনগণের সহ্যের সীমা অতিক্রম করলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন।

Exit mobile version