Site icon The Daily Moon | Popular Bangla News |National | International | Education | Entertainment | Religion | Employment

জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে আবাসন খাত

আবাসন খাতে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩০ বছর ধরে বাংলাদেশে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন খাত। কর্মসংস্থানসহ দেশের অন্যান্য শিল্প খাতের বিকাশেও ভূমিকা রয়েছে আবাসন খাতের। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতে আরও জোর দেওয়া উচিত।

রবিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ও ভারতের শীর্ষ ব্যবসায়ীরা এই অভিমত প্রকাশ করেন। ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) বাংলাদেশ চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা সাদাত সেলিম, বিকেএমইএ প্রথম সহ-সভাপতি মো. হাতেম, রিহ্যাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সোহেল, আইআইসিসিআই সহ-সভাপতি সৈয়দ শামিম রেজা ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে (বা থেকে তৃতীয়) ক্রেস্ট তুলে দিচ্ছেন আইআইসিসিআই রিয়েল স্টেট বাংলাদেশ-এর সভাপতি মাহির আলী খান রাতুল।

Exit mobile version