Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি যুদ্ধক্ষেত্রের নেতা!

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

আমিনুল ইসলাম: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বিশ্ববিদ্যালয়ের অফিসে যান না। উত্তরে ভদ্রলোক বলেছেন, কে বলছে এই কথা? আমি তো আমার বাংলোয় বসে অফিস করি। এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছে, কেন আপনি অফিসে না গিয়ে বাংলোয় বসে অফিস করেন?

আমিনুল ইসলাম

এবার উত্তরে তিনি বলেছেন, অফিসে গেলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তাদের বিক্ষোভ-হামলার মুখোমুখি হতে হয়; এই জন্য বাংলোয় বসে অফিস করি।

ভদ্রলোকের কথা শুনে আমি ভেবেছি, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি কোন যুদ্ধ ক্ষেত্রের নেতা! আপনাদের জানিয়ে রাখি, উপাচার্যের বাংলো আর অফিসের দূরত্ব ৫ মিনিটের বেশি হবে না। ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তাদের যদি হামলা করার ইচ্ছে থেকেই থাকে; তাহলে পাঁচ মিনিট দূরত্বের বাংলোতে হামলা করা কি কঠিন কিছু?

আর আপনি যদি বছরের ৩৬৫ দিনই ভয়ে থাকেন আপনার অধীনে কাজ করা শিক্ষক-কর্মচারী এবং আপনার ছাত্র-ছাত্রীরা আপনার উপর হামলা করবে; তাহলে উপাচার্য হয়ে বসে থেকে আপনি করছেন কি?

আপনার বিরুদ্ধে হাজারো অভিযোগের তো দরকার নেই; স্রেফ এই জন্যই তো আপনার পদত্যাগ করা উচিত। আপনি তো একটা বিশ্ববিদ্যালয়কে নিজ মুখে রীতিমত যুদ্ধক্ষেত্র বলে চালিয়ে দিচ্ছেন! নিজ মুখে বলেছেন, হামলার ভয়ে বাংলোয় বসে অফিস করি!

লেখক: সাবেক শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Exit mobile version