গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অন্তর্জালে আয়োজিত এই সম্মেলনে ঘোষণা করা হয় সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি।
ঐক্যের সভাপতি হয়েছেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মহাসচিব হয়েছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ, অর্থ ও দপ্তর সচিব আসিফ ইকবাল, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সচিব হাসান আবিদুর রেজা জুয়েল, সাংস্কৃতিক সচিব বাপ্পা মজুমদার, প্রচার ও প্রকাশনা সচিব জুলফিকার রাসেল এবং নির্বাহী সদস্য মানাম আহমেদ, কবির বকুল, শওকত আলী ইমন ও জয় শাহরিয়ার।
সম্মেলনে কমিটির ঘোষণা দেন ‘সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’–এর সাধারণ সম্পাদক শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি জানান, গত ৫০ বছর ধরে গীতিকবি, সুরস্রষ্টা ও কণ্ঠশিল্পীরা নানা অনিয়ম, অবহেলা আর প্রাপ্য সম্মান ও সম্মানী থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই সবার এক ছাতার নিচে আসা।
মিউজিক কমপোজার্স সোসাইটির সভাপতি নকীব খান বলেন, সংগীতের সার্বিক মান উন্নয়ন, সম্মান ও সম্মানীর জন্য আমরা একসঙ্গে লড়াই করার প্রত্যয়ে এই প্ল্যাটফর্ম গঠন। এটা অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। সংগীতের সকল পক্ষকে আস্থায় নিয়ে কাজ করে যাওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের স্বপ্ন সংগীতের পাশাপাশি দেশের প্রয়োজনে জনগণের জন্যেও কাজ করার।