বাবা-মাকে বাসায় রেখে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একা পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক। তিনি বলেছেন, তোমরা এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়েছো। সংক্রমণরোধে একা ভ্রমণ করার সামর্থ্য তোমাদের রয়েছে।
সম্প্রতি একটি অনলাইন চ্যানেলে দেয়া ভিডিও সাক্ষৎকারে এমনটিই জানিয়েছেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেছেন, মেডিকেল ভর্তিটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এ পরীক্ষায় অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে। শিক্ষার্থীদের এ পরীক্ষা নিয়ে কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন। এটা হলো হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ উদ্বেগের জায়গাটা তৈরি হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা পেলে সুষ্ঠুভাবে এ পরীক্ষা আয়োজন সম্ভব হবে। একইসঙ্গে তাদের এ সহায়তায় করোনা সংক্রমণের হারটাও নিয়ন্ত্রণে থাকবে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক
তিনি বলেন, এ পরীক্ষার আয়োজনে ঝুঁকি থাকার বিষয়টি কোনভাবেই অস্বীকার করার উপায় নেই। এ ঝুঁকি মোকাবিলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকেই সহযোগিতা করতে হবে। তাদের সহযোগিতা পেলে অবশ্যই সংক্রমণের হারটা নিয়ন্ত্রণে রাখা যাবে।
এদিকে আগামী আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০ হাজার ৬৬৭টি আসনে লড়ছেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। করোনা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই সারাদেশে ১৯টি কেন্দ্রে এবং ১ হাজার ৭৬২টি হলে নেয়া হচ্ছে এই পরীক্ষা। রাজধানী ঢাকায় ৭৩১টি হলে ৪৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে আফম রুহুল হক বলেন, তোমরা বলেছিলে, তোমরা তোমাদের বাবা-মা ছাড়া কেন্দ্রে আসতে পারবে না। শুনো আমার বন্ধুরা, তোমরা এখন পর্যাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েছো। তোমরা একা ভ্রমণ করার মত সামর্থ্য রাখো। এখন একটু দয়া করে তোমাদের পিতা-মাতাকে নির্দিষ্ট সময়ের জন্য বাসায় থাকতে বলো। দয়া করে তোমরা তাদেরকে কেন্দ্রে নিয়ে এসো না।
তিনি আরও বলেন, আগে আমাদের অনেক ছোট ছোট কেন্দ্র ছিল। তবে এখন কেন্দ্রগুলো অনেক বড় বড়। একইসঙ্গে এখানে কেন্দ্রের সংখ্যাটাও বৃদ্ধি করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে যথেষ্ট স্পেস থাকবে। তোমরা যদি কর্তৃপক্ষের নিয়ম মেনে চলো তবেই সংক্রমণের হারটা নিয়ন্ত্রণে রাখা যাবে।