বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার (২১ আগস্ট) বিসিবির জরুরি সভায় ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।
এদিন সকাল ১১ টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয় বিসিবির জরুরি সভা। সেখানে উপস্থিত ছিলেন আট বিসিবি পরিচালক।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির দুই অভিজ্ঞ পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস ও আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তারা জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন।
প্রসঙ্গত, ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। হয়েছিলেন বিগত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ।