Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

নারী উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ববিতা

নারী উন্নয়নে অব্যাহত অবদানের জন্য বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সম্মাননায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে এ পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও ক্যামব্রিজ রোটারি ক্লাব।

ববিতা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। তাকে সম্মাননা তুলে দেন হারভার্ড স্কয়ার বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডেনিস জিলসন।

আজ মঙ্গলবার ডিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্মাননা পাওয়ায় ববিতাকে অভিনন্দন জানিয়েছেন ডিসিআই এর নির্বাহী পরিচালক ড. এহসান হক, ডিসিআই প্রেসিডেন্ট ড. ব্রায়ান ডিব্রফ ও ডিসিআই এর শুভেচ্ছাদূত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন।

সম্মাননা পাওয়ার পর ববিতা বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে এমন সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমি বিশ্বের সব ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতির সব নারী ও শিশুদের উৎসর্গ করছি যারা শত বাধা সত্ত্বেও এগিয়ে চলেছেন।’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা বিভিন্ন চরিত্রে অভিনয় করে তৃতীয় বিশ্বের নারীদের নিপীড়ন ও সামাজিক অবিচারের মুখোমুখি হওয়ার চিত্র তুলে ধরেছেন। সত্তরের দশকে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। চলচ্চিত্রটি ১৯৭৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার পায়।

ববিতাকে শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে ডিসিআই গর্বিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Exit mobile version