Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

নিখোঁজ আদনানের মায়ের কাছে মুক্তিপণ দাবি করেন মেহেদী নামের এক যুবক

আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান

তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন গত বৃহস্পতিবার থেকে। তার নিখোঁজের পরের দিন একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল আদনানের মায়ের কাছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন আদনানের মা আজেদা বেগম।

আজেদা বেগম বলেন, আমার ছেলের পুরানা একটি ফোন নম্বর ছিলো। যা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ ওই নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে মেহেদী হাসান নামের এক ব্যক্তি কথা বলেছেন আমার সাথে। তিনি আমাকে একটি ইমো আইডি খুলতে বললে আমার মেয়ে আইডিটি খোলে। পরে শনিবার আবারো সেই নম্বর থেকে কল আসে। এরপর আমার ছেলে এবং তার তিন সঙ্গী ভালো আছে বলে জানায়।

তিনি আরো বলেন, কিন্তু আমি জানতে চাই, সে কোথায় আছে এবং আমার ছেলেকে ফোন দাও আমি কথা বলব। তখন তারা আমার কাছে টাকা দাবি করছিল। বলেছে টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দেবে। পরে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাইলে তারা বলে, ‘আপনারা বেশি কথা বলেন’। এ কথা বলে ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেয় তারা।’’

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, ইন্টারনেটভিত্তিক নম্বর (০৯৬৯৬৯৭৭০৬৪৭) থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের মায়ের কাছে ফোন আসা মেহেদী হাসান পরিচয় দানকারী ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সূত্র: নয়া দিগন্ত

Exit mobile version