Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

প্রথমবারের মতো মঙ্গলাকাশে হেলিকপ্টার উড়াল নাসা

মিনি হেলিকপ্টার ইনজেনুয়িনিটি প্রথমবারের মতো মঙ্গলের বায়ুমণ্ডলে উড়েছে। কপ্টারটি মঙ্গলপৃষ্ঠ থেকে প্রায় তিনি মিটার বা ১০ ফুট পর্যন্ত উড়ে আবার নেমে আসে বলে জানিয়েছে নাসা। সোমবার চার পা বিশিষ্ট ‘ইনজেনুইটি’ নামের মহাকাশযানটি মঙ্গলের আকাশে এক মিনিটের কম সময়ে ওড়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই উড্ডয়নের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ভীন গ্রহে ‘শক্তিচালিত নিয়ন্ত্রিত ফ্লাইট’ পরিচালনা সম্ভব হলো বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এই উড্ডয়ন পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই এ সংক্রান্ত ডেটা পৃথিবীতে পৌঁছেছে বলে জানায় নাসা।

মিশন কন্ট্রোলে চিৎকার ও করতালির মাধ্যমে এ ঘটনাটি উদযাপনের সময় দেখা যায় কপ্টারটির পাখা ঘুরছে এবং এটি শূন্যে ভেসে আছে।

বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনটির প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর এটিকে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত ওড়াতে চান।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ‘ইনজেনুইনিটি মার্স হেলিকপ্টার’ প্রকল্প ব্যবস্থাপক মিমি অং বলেন, এখন আমরা বলতে পারব যে, অন্য একটি গ্রহে আমরা রোটরক্রাফট উড়িয়েছি।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাইট ভাতৃদয়ের মতো মুহূর্ত (প্রথম প্লেন ওড়ানোর ঘটনা) পাওয়ার কথা বলছিলাম। এটাই সেই মুহূর্ত।

Exit mobile version