Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি: মোদি

ছবি: সংগৃহীত

ভালোবাসা ও শুভকামনা নিয়ে আগমনের কথা বলেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, বাংলা ও ভারত উভয় দেশই নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সারা বিশ্বের বিকাশ ও প্রগতি চায়। দুদেশই বিশ্বে অস্থিরতা ও সন্ত্রাসের পরিবর্তে শান্তি চায়। ভারত ও বাংলাদেশ একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এটা আমাদের কর্তব্য। আমি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের ১৩০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি।

আজ শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, ভারত আজ সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস—এ মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখানে সহযাত্রী। বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের দৃষ্টান্ত দেখিয়েছে বাংলাদেশ । এখানে ভারত আপনাদের সহযাত্রী।

‘সারা বিশ্ব যে মানবতা ও মূল্যবোধের স্বপ্ন দেখে’, হরিচাঁদ ঠাকুর সে জন্য তার নিজের জীবন ত্যাগ করেছেন তিনি আরো যোগ করেন।

Exit mobile version