জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে
কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ (২৭ তারিখ) দুপুরে এ ঘটনা ঘটে।
গত ২৫ মার্চ মোদিবিরোধী সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টায় ‘ভাসানীর চেতনায় প্রগতিশীল-দেশপ্রেমিক শক্তি’ ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। এতে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রীয় মেহমান আছেন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
একইভাবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে যাতে তারা কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কার্যক্রম না নেন। আজকের দিনে অন্তত তারা যেন কোনো রকমের উশৃঙ্খল আচরণ না করেন, সেটাই তাদেরকে বলা হয়েছে। তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি।’
তিনি আরো বলেন, ‘তাদেরকে বলা হয়েছে যে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবেন এবং চলে যাবেন। যেহেতু আজকে তারা এসে গেছেন, আমরা ধৈর্য ধরেছি এবং তাদের প্রোগ্রাম শেষ করা পর্যন্ত সময় দিয়েছি। তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে চলে গেছেন’।
কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন?
সংবাদকর্মীদের্শ্ন এমন প্রশ্নের উত্তরে ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘কয়েকজনকে নেওয়া হয়েছে, আমরা তাদের গ্রেপ্তার করিনি। তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতদিনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদেরকে নেওয়া হয়েছে। সেটি যাচাই-বাছাই করে তারা যদি আসামি না হন, তাহলে ছেড়ে দিবো।