Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

বর্ষায় ডেঙ্গু থেকে বাঁচার উপায় জেনে নিন

বর্ষায় ডেঙ্গু থেকে বাঁচার উপায় জেনে নিন

এসেছে বর্ষাকাল। এ সময় চারদিকে খাল-বিল, নদী-নালা কানায় কানায় ভরে যায় বর্ষায় পানিতে। আর জন্ম হয় নানা ধরনের ক্ষতিকর পোকা-মাকড়, কীট-পতঙ্গের। বিশেষ করে এ সময় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেকাংশেই বেড়ে যায়।

এডিস মশাবাহিত ভাইরাসজনিত জ্বর হলো ডেঙ্গু। এ ভাইরাসের চারটি স্ট্রেইন (ডেন-১, ২, ৩ ও ডেন-৪)। এর যে কোনো একটি দিয়ে ডেঙ্গু জ্বর হতে পারে। আর এ ভাইরাস বহন করে এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস প্রজাতির মশা।

পড়ুন: যেসব উপায়ে গরমে বিদ্যুৎ বিল কমাবেন

বর্ষায় এডিস ইজিপ্ট মশা দ্রুত বংশবিস্তার করে। বাড়ির চারপাশের বদ্ধ পানিতে এই মশা বংশবিস্তার করে। এডিস ইজিপ্ট মশা ডেঙ্গু বিস্তারে ৯০ থেকে ৯৫ শতাংশ ভূমিকা রাখে। এ মশার একটি কামড়ই ডেঙ্গু সংক্রমণের জন্য যথেষ্ট।

বর্ষা শুরু হতেই বেড়ে যায় মশার উপদ্রব। এর ফলে দ্রুত বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর উপসর্গ হলো- জ্বর, পেশি ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা ইত্যাদি। এ রোগ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। এজন্য বর্ষার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকা জরুরী।

Exit mobile version