Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

বাংলাদেশকে ৬২২ কোটি টাকা শিক্ষা সহায়তায় দেবে যুক্তরাজ্য

বাংলাদেশকে শিক্ষা সহায়তায় দেবে যুক্তরাজ্য

বাংলাদেশকে শিক্ষা সহায়তায় দেবে যুক্তরাজ্য

বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য ৫ কোটি ৪০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬২২ কোটি ১১ লাখ টাকার বেশি) অনুদান দেবে যুক্তরাজ্য। সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মিনিস্টার অব স্টেট ফর সাউথ এশিয়ার লর্ড তারিক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে পেরে, এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আরও দুটি নতুন প্রোগ্রাম ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। মহামারিতে স্কুল বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ব্যাহত হয়। এই অনুদানের মাধ্যমে সেই ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসা সহজ হবে।

লর্ড তারিক বলেন, আজ আমি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রকে সমর্থন করার জন্য ৫ কোটি ৪০ লাখ পাউন্ডের একটি নতুন তহবিল ঘোষণা করছি। এর আওতায় থাকবে দেশের সব শিশু, বিশেষ করে মেয়েরা এবং প্রতিবন্ধীরা।

এছাড়া, বাংলাদেশের অনানুষ্ঠানিক শিক্ষা খাতকে শক্তিশালী করার জন্য দেশের সরকারের নন-ফরমাল শিক্ষা ব্যুরোর সাথে কাজ করবে যুক্তরাজ্য। বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য কী করতে হবে- সেটির গবেষণার জন্য অর্থায়ন করবে তারা। ইউনিসেফ এবং ব্র্যাকসহ কিছু সংগঠন থাকবে এই প্রোগ্রাম পরিচালনায়।

‘‘বাংলাদেশে শিক্ষার মান উন্নয়ন কর্মসূচি’ নামক দ্বিতীয় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। ‘আমাদের প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সম্ভাবনাময় বিকাশের জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে’’, লর্ড আহমেদ বলেন।

Exit mobile version