Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

বাংলাদেশে ফ্লাইট চালু করবে মালদিভিয়ান এয়ারের

বাংলাদেশে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে মালদ্বীপভিত্তিক উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইনস। আগামী ৫ মে (বুধবার) থেকে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তারা।

রোববার (২ মে) এক বার্তায় মালদিভিয়ান এয়ারলাইনস জানায়, ‘আগামী ৫ মে থেকে মালদ্বীপ ও ঢাকার মধ্যে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। এই রুটে মালদিভিয়ান এয়ারলাইনস সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। সবাইকে আবারও ফ্লাইটে স্বাগতম।’

ফ্লাইটে ঢাকা থেকে মালের ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৬৮ টাকা। আর রিটার্ন ভাড়া ৫৬ হাজার ৭৭৬ টাকা।

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ও ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। তবে পরে ধাপে ধাপে খুলে দেওয়া হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। সর্বশেষ বেবিচকের এক প্রজ্ঞাপনে ১২টি দেশ ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

Exit mobile version