Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ভারতের ১৫টি, পাকিস্তানের ৪টি, বিশ্ব র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বের ১ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে চীনের সাংহাই র‌্যাংকিং কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক র‌্যাংকিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ-২০২০ এর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি। তবে তাতে স্থান পেয়েছে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবারে বিশ্বের ১ হাজার বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে।

তালিকায় ভারতের ১৫টির মধ্যে শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয় হলো- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রসঙ্গে উপাচার্য সোনালী চক্রবর্তী বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ঘটনায় এক গর্বের মুহুর্ত। এই সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবদান যেমন রয়েছে তেমনি সব শিক্ষক এবং গবেষকদের ভূমিকাও রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত কর্মীরাও ভালো কাজ করেছেন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার। আগামীদিনে আরও ভালো কাজ করতে সাহায্য করবে এই সাফল্য‌।

পাকিস্তানের ৪টি বিশ্ববিদ্যালয় হলো- কমসাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ, কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইউইটি)।

সাংহাই অ্যাকাডেমিক র‌্যাংকিং-২০২০ এ শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ৮টি এবং যুক্তরাজ্যের ক্যাব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়।

Exit mobile version