Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭১ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া মোংলা, বাগেরহাটে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে তিন হাজার ৮৬৮ কোটি টাকা। তবে বৈঠকে ভ্যাকসিন কেনার কোনো প্রস্তাব ওঠানো হয়নি

বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বিস্তারিত বর্ণনা করেন।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের প্যাকেজ-২-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন চালের দাম ৪০৪.৩৫ ডলার। আর প্রতি কেজি চালের দাম ৩৪.২৮ টাকা। ৫০ হাজার মেট্রিক টন চালে ব্যয় হবে ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। ভারতের এমএস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।

তিনি জানান, বৈঠকে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির তিনটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কাতার কেমক্যািল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি (মুনতাজাত) থেকে ২৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ৫৬ কোটি ছয় লাখ টাকা।

অতিরিক্ত সচিব আবু সালেহ জানান, ২৫ হাজার মেট্রিক টন করে অন্য দুই প্রস্তাবে দুটি পৃথক লটে (নবম ও দশম) মোট ৫০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে এই সার আমদানি করা হবে। প্রতিটি লটে ব্যয় হবে ৫৫ কোটি ৯০ লাখ টাকা।

Exit mobile version