বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মামলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার (৩০ নভেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের আস্ফালন। গণভবন, বঙ্গভবন উড়িয়ে দেওয়ার হুমকি, ক্ষমতার মসনদে আসীন হওয়ার স্বপ্ন। এদের রুখে দাঁড়াতে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়।’’
এর আগে ভাস্কর্য নির্মাণের বিরোধীদের গ্রেফতারের দাবি রাজধানীতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। গত শনিবার বিক্ষোভ সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। একই দাবিতে আজ শনিবার সারা দেশে মানববন্ধন করবে তারা।
মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আগামী ১ ডিসেম্বর দেশের সব জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সব ইউনিট একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে। আমাদের দাবি মানা না হলে ১ ডিসেম্বরের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।