Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

মহামারিকালেও প্রবাসী ও রপ্তানি আয়ে নতুন রেকর্ড

আয়ে নতুন রেকর্ড

মহামারিকালেও প্রবাসী ও রপ্তানি আয়ে নতুন রেকর্ড

২০২০-২১ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী ও রপ্তানি আয় এসেছে। প্রবাসী আয় এসেছে প্রায় ২৫ বিলিয়ন ডলার ও রপ্তানি আয় এসেছে প্রায় ৩৯ বিলিয়ন ডলার।

সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্যানুসারে জানা যায়, মন্দার মধ্যেও গত অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ। গত অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, ‘২০২০-২০২১ অর্থবছরে রেমিট্যান্স তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। অপরদিকে, রপ্তানি আয় এসেছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। তবে, লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন ডলার।’

গত মে মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিল ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত বছরের পুরো মে মাসে (৩১ দিনে) রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার। এই হিসাবে ২০ দিনেই পুরো মাসের চেয়ে ৮ কোটি ৪২ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছিলো।
কিন্তু চলতি মাসে সকল রেকর্ড ভেঙে বর্তমানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Exit mobile version