রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রাব্বানী বলেন, ‘‘হাসিনা, রেডি হও! কালকে সকাল তোমার নাও হতে পারে! মনে নাই পঁচাত্তর সাল?’’ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনুর এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের পর, বেশ কদিন অতিবাহিত হলো।
‘‘রাজশাহীর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, যারা দেশরত্ন শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসেন, নেত্রীকে হত্যার হুমকি দেয়া মিনুকে প্রাণপ্রিয় নেত্রী ও গোটা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করতে অবশ্যই আপনার কার্যকর ভূমিকা রাখা উচিত।’’
তিনি লিখেন, আমাদের আদর্শিক নেত্রী, বঙ্গবন্ধু কন্যার মান যদি সমুন্নত না রাখতে পারি, তাহলে গাছের পাতায় পাতায় এত এত আওয়ামী লীগ দিয়ে কি হবে?স্পষ্ট বলছি, অনতিবিলম্ব, মিনুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হবে! শেখ হাসিনার প্রশ্নে কোন ছাড় বা আপোষ নয়! রাজশাহী, রেডি হও।
এর আগে গত ২ মার্চ রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। সমাবেশে মিনু বলেন, ‘‘হাসিনা রেডি হও, আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে, মনে নাই পঁচাত্তর সাল? পচাত্তর সাল মনে নাই?’’ মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসসহ দলের চারজনের নামে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে আবেদনটি জমা দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে মামলার এই আবেদন করেছেন। তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ আরও যাদের আসামি করার আবেদন করেছেন। তারা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।