মিয়ানমারে মসজিদে ঢুকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। দেশটির মান্দালয় রাজ্যে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ বিষয়টি নিশ্চিত করেছে।
এতে কো হতেত (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
জানা যায় কো হতেতসহ কয়েক জন কিশোর সেহরি খাওয়ার পর শহরের সুলে মসজিদে ঘুমিয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টা সেনাবাহিনী মসজিদে প্রবেশ করে অর্তকিত হামলা চালায়। এতে কো হতেত গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহত কো হতেত গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক সন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।
মসজিদের ভেতর থেকে অন্তত পাঁচ জনকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী । এরা সবাই শিশু। মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।
গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনাদের নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।