মাসজিদুল হারামের শ্রদ্ধেয় ইমাম শায়েখ মাহির মুকাইকিলি রমজানের শেষ দশ রাত্রের জন্য চমৎকার এক আমলের টিপস দিয়েছেন।
- প্রতিরাত্রে কমছেকম এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
- প্রতিরাত্রে নিদেনপক্ষে দুই রাকা’আত নফল সালাত আদায় করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।
- প্রতিরাত্রে নিম্নে তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন খতমুল ক্বুর’আন পাঠের তুল্য সাওয়াব পাবেন।
এই পরামর্শ কেবলমাত্র আমলের উৎসাহ দিতে, এটা ইবাদতের শর্টকাট কোনো পন্থা যেনো না ভাবি। অথবা এটিই একমাত্র শবেকদরের আমল যেনো মনে না করি। কেউ যেনো বঞ্চিত না হই তাই নূন্যতম এটি করতে বলা। আমাদের বেশী বেশী আমল করা উচিৎ। রাসূল সা. এর মত মাজা বেঁধে ঝাঁপিয়ে পরা উচিৎ শেষ দশকে। মনে রাখা দরকার ক্বদরের রাত্রির ভাগীদার হবার সবচেয়ে বেশী উপযুক্ত আমল হচ্ছে আল্লাহর জন্য ইতিক্বাফ করা।