Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

রোনালদোদের ম্যাচে থাকবেন নারী রেফারি

চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের ম্যাচে এই প্রথমবার কোনো নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের স্টিফানি ফ্র্যাপার্ট। বুধবার তুরিনের জুভেন্তাস বনাম ডায়নামো কিয়েভের ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।

এই প্রথমবরের মতো ইউরোপিয়ান সর্বোচ্চ ক্লাব আসরে কোন নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। ফ্রান্সের ৩৬ বছর বয়সী এই রেফারি ইতোমধ্যেই ফ্রেঞ্চ শীর্ষ লিগে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করেছেন। ২০১৯ সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির ম্যাচটিতেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন।

গত অক্টোবরে ইউরোপা লিগেও রেফারি হিসেবে ফ্র্যাপার্টের অভিষেক হয়েছে। বুধবার আলিয়াঁজ স্টেডিয়ামে গ্রুপ ‘জির ম্যাচে ইউক্রেনিয়ান দল কিয়েভকে আতিথ্য দিকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলেনোর সাথে ইতোমধ্যেই দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে জুভেন্তাস। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।

Exit mobile version