নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। বিজ্ঞাপন ও নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি, সাফল্য পান পরিচালনাতেও। নন্দিত এই অভিনেত্রী এবার দায়িত্ব পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আফসানা মিমি জানিয়েছেন, তিন বছর মেয়াদে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে। গত ১১ নভেম্বর তার সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। তিনি বলেন, এটা অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
হুমায়ুন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটক দিয়ে পরিচিতি পান আফসানা মিমি। পরে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘চিত্রা নদীর পাড়ে’র মতো সিনেমাতে ছিলেন। এছাড়া উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পান তিনি। কয়েক বছর ধরে অভিনয়ের চেয়ে পরিচালনাতেই বেশি মনযোগী ছিলেন তিনি।