Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

শ্রীলংকা সফরে নতুন তিন মুখ, সাকিবের জায়গায় শুভাগত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এবার মুমিনুল হকদের মিশন শ্রীলঙ্কায়। আগামী ১২ এপ্রিল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দেশটির উদ্দেশে বিমানে উঠবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

যেখানে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ। শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধের সঙ্গে সুযোগ পেয়েছেন শহীদুল ইসলাম। তারা তিনজনই পেসার। তাদেরকে নিজেদের ভবিষ্যৎ মনে করেই দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘তারা (শরিফুল, মুকিদুল ও শহীদুল) আমাদের এইচপির খেলোয়াড় এবং যেখানেই খেলেছে ভালো করেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে মুকিদুল ও শহীদুল বিশেষ নজর কেড়েছে। তারাই আমাদের টেস্টের ভবিষ্যৎ। বয়সও তাদের পক্ষেই আছে।’

চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বাড়তি একটা অপশনও দেবে।’

Exit mobile version