জাহিদ হাসান রাকিব: বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বে টিকে থাকার লড়াই এবং চাকরি পরিক্ষায় ইংরেজির গুরুত্ব উপলব্ধি করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করার লক্ষ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ১০ ফেব্রুয়ারী ২০১৯ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে “ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব”
এই সংগঠনের গুরুত্ব এবং কার্যকারিতা দেখে ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালেকা মাহমুদ উক্ত বিভাগের তিন শিক্ষক অধ্যাপক এ কে এম বজলুর রহমান, অধ্যাপক আল মামুন রাসেল এবং লেকচারার নাদিম শিপুকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রধান করেন ১৩ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে, পরবর্তিতে উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর আল মামুন রাসেলের নেতৃত্বে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অনুমতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দে ৷
এই সংগঠনের কাজ আরও তরান্বিত করতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মামুন হোসাইনকে সভাপতি ও জাহিদ হাসান রাকিবকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফাউন্ডিং কমিটি গঠন করেন উপদেষ্টা পরিষদের সদস্য ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম বজলুর রহমান ৷
শনিবার (২০ই মার্চ) তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উপদেষ্টা এ কে এম বজলুর রহমান ,সভাপতি মামুন হোসাইন এবং সাধারন সম্পাদক জাহিদ হাসান রাকিব স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্যা সদস্যরা হলেন সহ-সভাপতি শোহান খান (ভারপ্রাপ্ত), সিনিয়র যুগ্ন সম্পাদক আকাশ হোসাইন,যুগ্ন সম্পাদক মনিরুল হাসান,সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার,কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নায়াত সুলতানা দোলন,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম,মহাপরিচালক জাহানারা ইয়াসমিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আবিদ,আন্তর্তজাতিক বিষয়ক সম্পাদক তামজিদ হোসাইন,নির্বাহী পরিচালক ফাসিহা তামান্না এবং অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন রাকিব হাসান,আল-আমিন,বাপ্পি আহামেদ রাফি,গোলাম কিবরিয়া মোয়াজ,তানভির হোসাইন দিপু এবং শামসুন্নাহার মিম ৷
সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি মামুন হোসাইন বলেন –
“আমাদের প্রধান উদ্দেশ্যই হবে ইংরেজি ভাষা শুদ্ধ এবং সাবলীল ভাবে নিজে শিখা এবং অন্যকে শিখানো ৷ আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে যেমন:- সুসংগঠিত একদল সদস্যদের তত্বাবধানের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার উন্মুক্ত পরিবেশ তৈরি করা। ইংলিশ ভাষার প্রধান চারটি বিষয় রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এ দক্ষ করে তোলা।”
সংগঠনের সাধারন সম্পাদক জাহিদ হাসান রাকিব বলেন-
‘Make your English better than before’ এ স্লোগ্যানটা বুকে ধারণ করে তিতুমীরের সকল শিক্ষার্থীদের জন্য শুদ্ধ ইংরেজি চর্চা করার জন্য একটি প্লাটফর্ম তৈরী করা এবং তিনি বিশ্বাস করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে তিতুমীরের ইতিহাসে স্মার্ট এবং সবচেয়ে বড় অরাজনৈতিক , শিক্ষামূলক ছাত্রকল্যাণমুখী সংগঠন ৷”
যুগ্ন সম্পাদক মনিরুল হাসান মনে করেন-
“যেকোনো ভাষা শিখা একটা চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন তত আপনি রপ্ত করতে পারবেন আর তেমনি এক প্রেকটিস প্লাটফর্ম হলো জিটিসি ই এল সি ৷”
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার ইসলাম চিন্তা করেন- “সরকারি তিতুমীর কলেজের সকল সংগঠনের পরিপূরক হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ভবিষ্যতে অগ্রনি ভূমিকা পালন করবে ৷”
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আবিদ বলেন- “ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সরকারি তিতুমীর কলেজের এক অনন্য আবাস যেটি ভিন্ন ধারার মতাদর্শের পাশাপাশি ক্যাম্পাসের সমস্ত লার্নারদের জন্য ইংরেজি শিক্ষার এক উম্মুক্ত প্লাটফর্ম হিসেবে কাজ করছে।”
মহা-পরিচালক জাহানারা ইয়াসমিন (তারিফা) ভাবেন- “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব তিতুমীর কলেজের বাইরেও একদিন ছড়িয়ে যাবে যেখানে থাকবে একের সাথে অন্যের অরাজনৈতিক সম্পর্ক এবং ক্লাবের জন্য নিঃস্বার্থ ভালোবাসা।”
নির্বাহী পরিচালক ফাসিহা তামান্না মনে করেন-
“একবিংশ শতাব্দীতে নিজেকে এগিয়ে রাখতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে তিতুমীরে শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠ প্লাটফর্ম ৷”
উল্লেখ্য, গত ১০ ফ্রেব্রয়ারি ২০১৯ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কে নিয়ে অফলাইন এবং অনলাইনে ৮৫ টির বেশি সেশন সম্পূর্ণ হয়ছে এমনকি করোনার ছুটিতেও তাদের কার্যক্রম বন্ধ ছিল না ৷
বিভিন্ন সময়ে পাঁচটি ইভেন্টের আয়োজন করেছে ৷
৩০ দিনের ইংরেজি স্পোকেন চ্যালেঞ্জ ছিল অন্যতম একটি আয়োজন এবং গত ২২ জানুয়ারি শুরু হওয়া ১০ দিনের পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন ওয়ার্কসপের সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করে যা ২২ ফেব্রয়ারি আনুষ্ঠানিক ভাবে সফলতাম সাথে শেষ করে ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সাব্বির আহামেদ এবং তিতুমীর কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী জারিফ এবং আরিফ ইসলাম৷
লেখক: সাধারন সম্পাদক “সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ৷”