Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ছে ৩১ জুলাই পর্যন্ত

ভারত বাংলাদেশ সীমান্ত

করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহ দিক বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ছে। চলমান এ মেয়াদ নতুন করে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হচ্ছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কপি পাঠানো হয়েছে। আশা করি এক্সটেনশনটা (বৃদ্ধি) হয়ে যাবে।’

পড়ুন: অর্ধেক যাত্রী নিয়ে চালু হচ্ছে ট্রেন, টিকিট বিক্রি শুরু

‘ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে। মিশন থেকে এনওসি লাগবে, কোভিড সনদ লাগবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।’

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সীমান্ত তো বন্ধই আছে। নতুন সিদ্ধান্তের বিষয়ে এখনো আমি কিছুই জানি না।’

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। ‘ভারতে আটকেপড়া বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন। এই নিয়ম ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকব’।

Exit mobile version