Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

হল খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে আসে। সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘এক দফা এক দবি, হল-ক্যাম্পাস খোলা চাই, ‘ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবু ক্যাম্পাস খোলা চাই’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে আগামীকাল সোমবারের কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সব ক্লাসের শিক্ষার্থীদের অটোপাস দিয়েছে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত সরকার কিছু ভাবছে না। অনেক দিন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। আর সম্ভব হচ্ছে না। এভাবে আর সরকার তাদের ঘরে বন্দি করে রাখতে পারবে না। এখন দেশের সবকিছুই চলছে, করোনার অজুহাত দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

Exit mobile version