বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বোস্তানি শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এ বৃত্তির জন্য বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার এই বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তি দুই বছরের কোর্সের জন্য। এমবিএতে পড়তে চাইলে আবেদন করতে পারবেন আপনিও।
সুযোগ-সুবিধা
বোস্তানি বৃত্তি পেলে শিক্ষার ফি বাবদ ২ বছরে মিলবে ১ লাখ ২ হাজার ২০০ মার্কিন ডলার। প্রতিবছর ৫১ হাজার ১০০ ডলার আর্থিক সহায়তা পাওয়া যাবে।
আবেদন যেভাবে
বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন করতে আগ্রহীদের একটি সিভি ছবিসহ পাঠাতে হবে। এ ছাড়া জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সেই বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃতিপত্রের চিঠি admissions@boustany-foundation.org-তে পাঠাতে হবে। সব সিভি বাছাই করে তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকায় মনোনীত প্রার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাত্কারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের শেষ সময়
এ বছরের ৩১ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।