বছরটি শুরুই হয়েছিল হোয়াটসঅ্যাপ ঝড় দিয়ে। তথ্যের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। ছিল অভিযোগ। যার প্রেক্ষিতে বছরের বেশিরভাগ সময়েই ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিব্রত অবস্থায় ছিলো। এর মধ্যেই হোয়াটসঅ্যাপে বলছে, চলতি বছরের শেষ নাগাদ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ৬ টি ফিচার।
নতুন ফিচারে যা থাকছে-
ডিজঅ্যাপেয়ারিং ফিচার
ইতোমধ্যেই ডিজঅ্যাপেয়ারিং ফিচারটি চালু রয়েছে। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ বলেছে, তারা সব মেসেজ ক্ষণস্থায়ী করার পরিকল্পনা করছে এবং এতে দ্রুত আপডেট আনা হবে। ওয়াবইটালইনফোতে বলা হয়েছে, ডিজঅ্যাপেয়ারিং ফিচারের নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারী চাইলে অপর প্রান্তে পাঠানো মেসেজ সরিয়ে ফেলতে পারবেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ করা যাবে।
ভিউ অনস ফিচার
ভিউ অনস ফিচারের মাধ্যমে কোনো মেসেজ ডিসঅ্যাপেয়ার হয়ে যাওয়ার আগে একবারের জন্য দেখে নিতে পারবেন। ফলে ব্যবহারকারী কোনো মেসেজ সরিয়ে ফেলার আগে নিশ্চিত হতে পারবেন। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ফিচারটি শিগগিরই চালু করা হবে।
মাল্টি-ডিভাইস সাপোর্ট
মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। জানা গেছে, আগামী মাস থেকে এটি বিটা টেস্টিংয়ে চালু করা হবে। ওয়াবইটালইনফোতে বলা হয়, অনেক সময় ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রয়োজন দেখা যায়। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সেটি ব্যবহার করতে পারেন না। ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনা করে ফিচারটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।
রিভিউ ভয়েস মেসেজ
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা রিভিউ ভয়েস মেসেজ ফিচার চালুর পরিকল্পনা করছে। এতে ব্যবহারকারীরা কাউকে মেসেজ পাঠানোর আগে একবার শুনে নিতে পারবেন। ফলে কোনো ভুলভ্রান্তি হলে ঠিক করে দেওয়ার সুযোগ পাওয়া যাবে।
ফ্রেশ কল ভেরিফিকেশন
সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা ফ্রেশ কল ভেরিফিকেশন নামে একটি ফিচার নিয়ে কাজ করছে। শিগগিরই এ ফিচারগুলো চালু করা হবে। হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনে ওটিপি নাম্বারের বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হবে।
সার্চ ফর স্টিকার শর্টকাট
সার্চ ফর স্টিকার শর্টকার্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত সময়ের মধ্যে স্টিকার খুঁজে পাবেন। অর্থাৎ চ্যাট বক্সে ব্যবহারকারীরা কোনো শব্দের টাইপ করার সঙ্গে সঙ্গেই রিলেভেন্ট স্টিকার পাবেন। ওয়াবইটালইনফোতে বলা হয়েছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো শব্দের প্রথম অক্ষর টাইপ করার সঙ্গে সঙ্গে রিলেভেন্ট স্টিকার পেয়ে যাবেন।