Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

১ কোটি ৪০ লাখ বেকারকে আর্থিক সুবিধা দেবে যুক্তরাষ্ট্র

বেকার থাকার ফলে এক কোটি ৪০লাখ মার্কিন নাগরিক আর্থিকভাবে সুবিধা পেতে যাচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। নয়শ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ নিয়ে রাজতৈনিক অচলাবস্থার মধ্যেই এ সুখবর পাচ্ছেন বেকাররা।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংশোধন না করা হলে ওই বিলে তিনি স্বাক্ষর করবেন না। ট্রাম্প চান, প্রত্যেক ব্যক্তিকে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো দরকার।

তিনি বলেন, ছয়শ ডলারের বদলে বেকার মার্কিনিদের দুই হাজার ডলার করে দিতে হবে। বিলটি সংশোধন করে ছয়শর স্থলে দুই হাজার করলে তিনি স্বাক্ষর করবেন। তবে তাতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একমত হননি।

গতকাল ফ্লোরিডার পালম বিচে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি বড়দিন পালন করেছেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন ট্রাম্প। একের পর এক বৈঠক এবং ফোনে কথা বলছেন তিনি।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, বেকার মার্কিনিদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রয়োজনে সোমবার নিম্নকক্ষে ভোট হবে।

Exit mobile version