Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

২০২১ সালের বিশ্বকাপ বাতিল

বিশ্বজুড়ে ফের হুঙ্কার ছাড়ছে মহামারী করোনা। শীত আসার সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে করোনাও। বিষয়টি মাথায় রেখে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিলের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, করোনার প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা অসম্ভব।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। যে কারণে ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলো।

বাতিল করা হলেও ২০২৩ সালে এ দুটি টুর্নামেন্ট নির্ধারিত ভেন্যুতেই সফলভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা।

করোনার কারণে ২০২০ সালের ইউরো কাপ ও কোপা আমেরিকা স্থগিত হয়েছে। আগামী বছরের জুনের আগে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। এ ছাড়া আফ্রিকান ন্যাশনস কাপ ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে এই করোনার কারণে।

Exit mobile version