ভোকাবুলারি এমন একটা জিনিস যা নিয়ে আমাদের ভাবনা অনেকটা এমন, ‘ভোকাকাবুলারি শিখতে পারলে বুঝি শিখতে পারবো গোটা ভাষাটাই।’ মজার ব্যাপার হলো ইংরেজির ক্ষেত্রে এটা অনেকাংশে সত্য। ইংরেজি ভাষা শেখার একটা অন্যতম স্টেপ হচ্ছে ভোকাবুলারি শিখতে পারা। এটা সবচেয়ে বেশি কাজে আসে রাইটিং স্কিল পাকা-পোক্ত করতে।
বলা চলে, পৃথিবীর যেকোনো ভাষার চেয়ে ইংরেজি ভাষার ভোকাবুলারি সবচেয়ে বেশি সমৃদ্ধ। কেননা, ইংরেজি সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ভাষা। স্ট্রং ভোকাবুলারি যে বিদেশে গিয়ে পড়তে, বা কাজ করতে শুধু কাজে আসে এমনটা না, দেশেও পড়তে বা চাকরি করতে গেলেই ইংরেজির শব্দ ভাণ্ডার ভালো করে জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
তবে হ্যাঁ, একটা তথ্য শুনে অবাক হবেন। ইংরেজি ভাষার শব্দ ভাণ্ডার এতই বড়, এটি যে কারো পক্ষে সম্পূর্ণটা শিখে উঠা সম্ভব না। বরং, আমরা কৌশলে আগাবো। বেছে বেছে প্রয়োজনীয়গুলো শিখবো।
তাহলে চলুন, শুরু করা যাক…
তৈরি করুন পড়ার অভ্যাস
বই এবং সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বলা যায় আপনি ভোকাবুলারি শেখার দিকে এক পা এগিয়ে গেলেন। কেন জানেন? কারণ, একটা লিস্ট ধরে শব্দ শেখার চেয়ে একটা গল্প বা সংবাদ পড়ে শব্দ শেখা অনেক বেশি কার্যকর। এভাবে যেমন বাস্তবে ব্যবহার হয় এমন শব্দ শেখা যায়, আবার গল্পছলে শেখা যায় বলে শেখা হয় দ্রুত, কার্যকর এবং মনে থাকে দীর্ঘক্ষণ।
ব্যবহার করুন ডিকশনারি বা অভিধান
ঘরে হাতের কাছে একটা ডিকশনারি রাখা ভাল। কিন্তু অনলাইন ডিকশনারিগুলোর লাভ কী, জানেন? সেখানে সব শব্দে খুব সহজে ও দ্রুত খুঁজে বের করা যায়। ভালো একটা ডিকশনারি অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করে দেখুনই না জাদু! সেখানে আপনার পছন্দ অনুযায়ী কঠিন শব্দগুলো সার্চ করে দেখুন। সেখানে শব্দের অর্থ খুঁজে বের করার পাশাপাশি থাকে ওয়ার্ড গেমের মত আরও অনেক শিক্ষনীয় ফিচারও।
ব্যাস! আপনার হাতের স্মার্টফোন হয়ে গেলো শেখার যন্ত্র!
ব্যবহার করুন ফ্ল্যাশকার্ড
ছোট থাকতে একটা ঘটনার কথা খুব মনে পড়ে। তখন স্কুলেও ভর্তি হইনি। বিভিন্ন সহজ ইংরেজি শব্দ শিখছিলাম তখন। আমার মনে আছে, আমার বাবা আমাকে বিভিন্ন ফ্ল্যাশকার্ড বানায় দিতেন। যেমন পানির ঢেউর ছবি দিয়ে নিচে লেখা থাকতো ‘ওয়াটার’। এখন এসে বুঝতে পারছি যে এগুলো অনেক কার্যকরী ছিল। কারণ একটু পর পর সেই ফ্ল্যাশকার্ডগুলো চোখে পড়ায় শব্দটা আর কখনো ভুলতাম না। একদম মনে গেঁথে যেতো। আমরা কিন্তু এই কাজটা সবাই করতে পারি। এখনকার ডিজিটাল যুগে এগুলো খুঁজে পাওয়া খুব সহজ। একটু কষ্ট করেই দেখুন না, ফল পাচ্ছেন কী না?
Word of the Day
অনেক ওয়েবসাইট বা ইংরেজি শেখার প্ল্যাটফর্মে দেখে থাকবেন Word of the Day দেওয়া হয়ে থাকে। সেখানে মূলত একটিমাত্র শব্দ, তার অর্থ এবং উদাহরণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। খুব সাধারণ হওয়ায় এগুলো সাধারণত খুব কার্যকরী হয়ে থাকে। প্রতিদিন একটি করে শব্দ শেখাও খারাপ না, তাই না?
কথা বলা প্র্যাক্টিস করুন নতুন শব্দ দিয়ে
অনেক শব্দই তো শিখছি। কিন্তু সেগুলো কাজে লাগাচ্ছি কী? বাস্তবিকপক্ষে দেখা যায় অনেক শব্দ শেখা হচ্ছে কিন্তু শেষমেশ সেগুলো আর কয়দিন পরে মনে থাকছে না। এতে কোনো লাভই হচ্ছে না। এটা কেন হয় জানেন? কারণ নতুন শেখা শব্দ আমরা কাজে লাগাই না, প্র্যাক্টিস করি না। আর তাই নতুন শব্দ শেখার সাথে সাথে সেটা যেন আমরা ভুলে না যাই, এই ব্যবস্থা করতে হবে। নতুন শেখা শব্দগুলো কাজে লাগাতে হবে। তাছাড়া আমরা যদি নতুন শেখা শব্দগুলো প্র্যাক্টিস করে সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা না শিখি, তাহলে সেই শব্দগুলো শিখেই বা কী হবে, বলুন?
কিনে ফেলুন ‘সবার জন্য ভোকাবুলারি’ বইটি
কেন কিনবেন ‘সবার জন্য ভোকাবুলারি’ জানেন? চলুন একটু দেখে নেই! বাস্তব পরিস্থিতির মাধ্যমে ঘরে বসে ছবির সাহায্যে দৈনন্দিন জীবনে ভোকাবুলারির ব্যবহার শিখুন। যে হ্যাকগুলো ফলো করলে মুখস্থ করা ছাড়াই বাক্যের মাধ্যমেই ইংরেজি ভোকাবুলারি শেখা যায় সেগুলো নিয়ে আলোচনা। ভোকাবুলারি মনে রাখা হয়ে যাবে খুবই সহজে। প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে বাংলা অনুবাদসহ ইংরেজি ভোকাবুলারিতে দক্ষ হবার উপায়। যাই হোক, আজ অনেক কথা বললাম। আশা করি সবাই আজকে থেকেই ভোকাবুলারি শেখা শুরু করবেন।