Site icon The Daily Moon | Popular Bangla News | National | International | Education | Entertainment | Religion | Employment

৮০ টাকায় খেজুর বিক্রি করবে টিসিবি

টিসিবি পণ্য সরবরাহ চিত্র

FacebookInstagramTwitter

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য ৮০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । আগামী শনিবার থেকে এ কার্যক্রম শরু করবে টিসিবি। এই দামে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবি আজ বৃহস্পতিবার (৮ তারিখ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সাধারণত বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে টিসিবি ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করে থাকে। নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করে এ প্রতিষ্ঠান। বিক্রি হওয়া পণ্যের মধ্যে রয়েছে তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ইত্যাদি। এ বার নতুন করে যুক্ত করা হচ্ছে খেজুর ।

ঢাকায় ১০০টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০টি ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

টিসিবি জানিয়েছে, চলতি বছর রমজানে প্রতি ট্রাকে ১০০ কেজি খেজুর বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১০০০ কেজি পেঁয়াজ এবং ৪০০ থেকে ১০০০ কেজি ছোলা বরাদ্দ করা হয়েছে।

Exit mobile version