স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হামলা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হবে।
শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়েছে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে এসেও দেশের ভেতরে-বাইরে স্বাধীনতাবিরােধী অপশক্তি, সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদীগােষ্ঠীরা দেশের বিভিন্ন স্থানে নানা অপতৎপরতা চালিয়ে আসছে।
‘‘আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনেও স্বাধীনতা বিরােধী ও সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন সরকারি স্থাপনা, থানা, রেললাইন এমনকি হাসপাতালেও হামলা ও অগ্নিসংযােগ চালিয়েছে।’’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতাবিরােধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল (২৭ মার্চ) শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে। একইসঙ্গে এ কর্মসূচি প্রতিটি ইউনেটে পালনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়েছে।