যানবাহনে আরোহণের দোয়া হলো:
উচ্চারণ: ‘সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন।’
অর্থ : পবিত্রতা সেই মহান আল্লাহর, যিনি এই বাহনকে আমাদের অধীন করেছেন অথচ আমরা তা অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী। (সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২)
আর নৌযানে আরোহণের দোয়া হলো:
উচ্চারণ: ‘বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রহিম’।
অর্থ : পবিত্র আল্লাহর নামেই গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। (আহকামুল কোরআন : ৭/৯৮)
কিন্তু সমাজে দ্বিতীয় দোয়াটি যানবাহনে আরোহণের দোয়া হিসেবে প্রচলিত আছে, যা ভুল। বহু গাড়িতে দ্বিতীয় দোয়াটি লেখা থাকে। এমন ভুল পরিহার করা উচিত।
আলোচক : মুফতি আবদুল্লাহ নুর, বনশ্রী, ঢাকা।