করোনাভাইরাসের বিস্তার রোধে এবং ঢাকাকে নিরাপদ রাখতে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এতে সাধারণ মানুষ, জরুরী প্রয়োজনে যারা ঢাকায় প্রবেশ করেছেন, তাদের বাড়ি ফেরার ক্ষেত্রে দেখা দিয়েছে চরম ভোগান্তি। হঠাৎ এ হঠাৎ লকডাউনে বেড়েছে চরম জনদুর্ভোগ।
মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে লকডাউন আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। এ সময় ঢাকার চারপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ লকডাউনে থাকছে। এছাড়া রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা লকডাউনে থাকছে। ঢাকা থেকে গণপরিবহন চলাচলের বেশির ভাগ রুট নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার সঙ্গে। লকডাউনে এসব রুটে ঢাকা থেকে বাস চলাচল করবে না।
ঢাকা থেকে কোন দূরপাল্লার বাস, ট্রেন ছেড়ে না যাওয়ায় সাধারণ যাত্রীরা ফিরতে পারছে না তাদের নিজ ঠিকানায়। ঢাকা মিরপুরে
আবদুল্লাহ নামের এক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, তিনি ও তার পরিবার তিন দিন আগে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসেন। তিনি একটি বেসরকারি এজিও’র কর্মকর্তা, তার চাকরি বাচাতে সেকোন ভাবেই ফিরতে হবে লক্ষ্মীপুরে তার নিজ কর্মস্থলে। তিনি বলেন, আমি মধ্যবিত্ত মানুষ, কার ভাড়া করে যাওয়া আমার পক্ষেে একেভাবেই অসম্ভব।
মিরপুর, গাবতলি, সায়েদাবাদ বাস টার্মিনাল, শিমুলিয়া ঘাটসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, হাজারও ঘরমূখী মানুষের ভিড়। তাদের দাবি সরকার আরো কিছু দিন আগ থেকে সর্তক করলে আমাদের আর এ ভোগান্তি পোড়াতে হতো না।