ফেসবুক ও ইউটিউবে এর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অনেক ক্ষেত্রে মিথ্যাচার করা হয়, যেটা ব্যক্তির জন্য হুমকিস্বরূপ। এ জন্য সবাই যেন রেজিস্ট্রেশন করে, সেটা নিশ্চিত করতে হবে। যাতে করে যারা মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।
আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে বুধবার (৩ জুন) কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ইউটিউব, ফেসবুকে এমন অনেক ক্ষেত্রে মিথ্যাচার করা হয়, যেটা ব্যক্তির জন্য হুমকিস্বরূপ। এগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। বিষয়টি দেখবে বিটিআরসি চেয়ারম্যান। এ ছাড়া যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাদের বিষয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। ফেসবুক ও ইউটিউবের অফিস বাংলাদেশে করতে বলা হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে এত বেশি কাস্টমার যে এখানে অফিস থাকলে আমাদের সুবিধা হবে। কেউ অন্যায় করলে ধরা যাবে।’
পড়ুন: ৩৮ জনকে নিয়োগ দেবে চবি, আবেদন শেষ ৩০ জুন