একজন কওমি, একজন জেনারেল,একজন সুন্নী।এখন কি এই ব্যক্তিদের দায় পুরো কওমি অঙ্গন বা পুরো ক্রিকেট বোর্ড বা পুরো সুন্নী জামায়াত নিবে? মোটেও না।
এটা যার যার ব্যক্তিগত আত্মশুদ্ধির অভাব। শয়তান সবসময় আমাদের ধোঁকা দিচ্ছে এবং কেয়ামত পর্যন্ত দিবে। আমরা যে কেউ, যেকোন সময় শয়তানের প্ররোচনায় ফেঁসে যেতে পারি। হোক আমি কওমী মাদরাসার একজন কৃতি সন্তান বা সুন্নী জামায়াতের একজন আশেকে রাসুল দাবিদার। শয়তানের কাছে সবাই তার কাস্টমার।
সুতরাং সবাই যার যার ব্যক্তিগত আত্মশুদ্ধির চেষ্টা করি পরের দোষ ধরার আগে। আর একজন ব্যক্তির বদ চরিতার্থের কারনে গোটা এক জামায়াতকে দোষারোপ না করি।
সাম্প্রতিক সময়ে তিনজন জনপ্রিয় ব্যক্তি একই অভিযোগে অভিযুক্ত হয়েছে বলে জানা গেছে, বিভিন্ন সূত্রে থেকে। তবে তারা নিজেদের মত করে তাদের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেছেন।