ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের মােমিবিরােধী মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার গণামধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের মােদিবিরােধী মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কেন্দ্রীয় নেতা আসমানী আশা,ঢাবি শাখার মেঘমল্লার বসু সহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন।
হামলায় মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ, দেশ রূপান্তরের রুবেল রশিদসহ সাত থেকে আটজন সাংবাদিক রক্তাক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘৃণ্য ও নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এতে আরও বলা হয়েছে, ছাত্রলীগের এই নারকীয় হামলার ইতিহাস নতুন নয়, ইতােপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন গণতান্ত্রিক ছাত্রসংগঠনের অধিকার আদায়ের ন্যায্য আন্দোলনে হামলার মাধ্যমে ছাত্রলীগ নামক সংগঠনটি জাতির সামনে তাদের হিংস্রতার স্বরূপ উন্মােচিত করেছে।
ছাত্রসংগঠনের আদলে মূলত তারা যে সন্ত্রাসী সংগঠন তা গতকালের হামলার মাধ্যমে আরাে একবার প্রমাণিত হলাে। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালের হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।