ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। তবে এবার আর ভুল করেনি হেনরিক ক্লাসেনের দল। ৬ ওভার হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে বাবর আজমের দলকে হারিয়ে সমতায় ফিরে এসেছে প্রোটিয়ারা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আজ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ১৪ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
মূলতঃ এইডেন মারক্রাম এবং হেনরিক ক্লাসেনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়েই আজ জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল তাদের দুর্দান্ত। ৪.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১০ বলে খেলেন ১৫ রানের ইনিংস। তবে ৩০ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এইডেন মারক্রাম।
উইহান লুব খেলেন ৭ বলে ১২ রানের ইনিংস। অধিনায়ক হেনরিক ক্লাসেন অপরাজিত থাকেন ২১ বলে ৩৬ রানে। জর্জ লিন্ডেও ১০ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন উসমান কাদির। ১টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। অধিনায়ক বাবর আজমই কেবল লড়াই করলেন। ৫০ বল খেলে তিনি করেন ৫০ রান। এছাড়া ২৩ বলে ৩২ রান করেন মোহাম্মদ হাফিজ।
আগের ম্যাচে দলের জয়ে অবদান রাখা মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন কোনো রান না করেই। শারজিল খান আউট হন ৮ রান করে। হায়দার আলি করেন ১২ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৪০ রান। প্রোটিয়াদের মধ্যে জর্জ লিন্ডে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। লিজাড উইলিয়ামস ৩৫ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন তাবরিজ শামসি এবং সিসান্দা মাগালা।