জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন। তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান কোনভাবেই তাদের এ বিয়ে মেনে নিতে পারছেন না। এদিকে নাসির ভক্তরা বলছেন, ‘তারা নাসিরের কথিক সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহকে রাকিবের সঙ্গে বিয়ে দেবেন’।
বিয়ের দিনক্ষণ ঠিক করতে সদরঘাটের লঞ্চ টার্মিনালে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় বিয়ের তারিখ ঠিক না হলেও এতে একমত হয়েছেন নাসির ভক্তরা। নাসির৬৯ গ্রুপের সভাপতি পুরান ঢাকার আজগর আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অস্ট্রিয়ার ভিয়েনা থেকে অনলাইনে যুক্ত ছিলেন সেফাত উল্লাহ সেফুদা। এছাড়া সভায় রাজধানীর বিভিন্ন এলাকার নাসির অনুসারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সেফাত উল্লাহ সেফুদা রম্বকে বলেন, নাসির-সুবাহর প্রেম ভেঙে যাওয়ার সময়ও বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আগে যা হয়েছে সেটা এখন আর নতুন করে বলছি না। নাসির নতুন বিয়ে করেছে সে তামিমাকে নিয়ে সুখি হবে।
এদিকে, নাসির-তামিমার নতুন বিয়ে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন নাসিরের কথিক সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ ও নাসিরের বর্তমান স্ত্রী তামিমা তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।
রাকিব হাসান অভিযোগ করেছেন, তাকে তালাক না দিয়েই তার সাবেক স্ত্রী তামিমা নাসিরকে বিয়ে করেছেন। এছাড়া তাদের ৮ বছরের একটি বাচ্চাও রয়েছে। এ বিয়ে কোনভাবেই বৈধ নয় বলে দাবি রাকিবের। বিষয়টি তিনি আইনীভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে নাসিরের নতুন বিয়ে বেশ মজা নিচ্ছেন সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। তিনি বলেছেন, ক্রিকেটার নাসিরকে তামিমা টাকার জন্য বিয়ে করেছে। যে মহিলা একটা বাচ্ছা ফেলে অন্যের সঙ্গে আসে, সে কখোনো ভালো হতে পারে না। সেটা ভালোবাসা না। এখানে রাকিব ভাইকে ফাঁসানো হচ্ছে।
গণমাধ্যমে রাকিব-সুবাহর নাসির বিদ্বেষী বক্তব্যে বিরক্ত তার ভক্তরা। বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জরুরি সভার আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুর এলাকার কাশেম উদ্দিন নামে এক নাসির ভক্ত বলেন, এ ঘটনায় সুবাহ এবং রাকিবের বক্তব্য মিলে গেছে। তাদের উভয়ের হাত থেকে নাসির ভাইকে উদ্ধার করতে সুবাহকে রাকিবের কাছে বিয়ে দিতে চাই।