সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও মিছিল হয়েছে। এসময় করোনাকালে ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য নন কলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফি বাতিলের দাবিও জানানো হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। এই অবৈধ টাকা নেয়ার কোনো অধিকার সাত কলেজ প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এ সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই। কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন।’
সংগঠনটির সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব আনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।